বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বাকেরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এই আসামিকে ঢাকার চকবাজার থেকে গ্রেফতার করেছে।
জানা যায় যে, রবিবার (৪ জানুয়ারি) বাকেরগঞ্জ থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স সহ ডাকাতি মামলার ২ বছরের সাজা প্রাপ্ত ডাকাত মোঃ রুবেল সিকদার রুস্তুম, পিতা-মোঃ আশরাফ আলী সিকদার, সাং-বড় রঘুনাথপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল কে ঢাকার চকবাজার এলাকা হইতে গ্রেফতার করে।
আটককৃত মোঃ রুবেল সিকদার রুস্তুম এর নামে বাকেরগঞ্জ থানায় ১। সাজা জিআর-৪০৯/১৩(দুই বছর সাজা)
২। খিলগাঁও থানার মামলা নং-১৯(১২)১৫
৩। খিলগাঁও ৩৩(১২)১৫,
৪। জিআর নং-৩৮০/২২,
৫। উত্তরা পশ্চিম-১২(১২)১৮, ৬। জিআর-৯৩৫/২১ সহ সর্ব মোট ০৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: