• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়ায় সাঁকো পার হতে গিয়ে ২ ভাই-বোনের মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২০ পিএম
সাঁকো পার হতে
২ ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছোট বোনকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেছে দুই ভাইবোনের। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— উপজেলার গোয়ালনগর ইউনিয়নের মাছমা গ্রামের মকবুল হোসেনের ছেলে জিয়া হোসেন (১১) ও মেয়ে তাজিমা (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয় জিয়া ও তাজিমা। মাদ্রাসায় যাওয়ার পথে তাদের একটি বাঁশের সাঁকো পার হতে হয়। বাঁশের সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায় তাজিমা।

বোনকে বাঁচাতে বড় ভাই জিয়াও পানিতে লাফ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক বলেন, মাদ্রাসায় যাওয়ার সময় বাঁশের সাঁকো থেকে তাজিমা পানিতে পড়ে যায়। তাজিমাকে বাঁচাতে গিয়ে ভাই জিয়াও পানিতে নামে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে ভাইও মারা যায়।

এ বিষয়ে নাসিরনগর থানার ওসি হাবিবুল্লাহ সরকার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image