
নিউজ ডেস্ক : সুপরিকল্পিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে সরকার বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রোববার (২ এপ্রিল) দুপুরে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনমত যাতে প্রকাশ না হয়, সে জন্য সুপরিকল্পিতভাবে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। তাই আইনটি বাতিলের দাবি জানাচ্ছি।
তিনি দাবি করেন, যুগপৎ আন্দোলনে সরকারি দলের হামলায় খুলনা ও নাটোরে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
বিএনপির এ নেতা জানান, কৌশলগত ও বাস্তবতার আলোকে বিএনপির অনেক কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চ অংশ নেয় না। কিন্তু এতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে কোনো মতানৈক্য নেই।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: