• ঢাকা
  • মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি: জো বাইডেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫৩ পিএম
আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধির ওপর আক্রমণ
জো বাইডেন

নিউজ ডেস্ক:   রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ কথা বলেন। 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে অ্যামেরিকার জন্য, বিশ্বের জন্য ‘পরীক্ষা’ মন্তব্য করে তিনি বলেন, এই স্বেচ্ছাচারিতা থেকে স্বাধীনভাবে মানুষের বাঁচার জন্য আমরা অবস্থান নেব। গণতন্ত্রকে রক্ষার পক্ষে অবস্থান নেব। কারণ এ ধরনের সামরিক আগ্রাসন আমাদের নিরাপত্তা ও সমৃদ্ধির ওপর আক্রমণ।   

জো বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র ন্যাটোকে একত্রিত করেছে। আমরা একটি বৈশ্বিক জোট তৈরি করেছি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আমরা ইউক্রেনের জনগণের পাশে দাঁড়িয়েছি।

অধিবেশন কক্ষে উপস্থিত যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করে যাবে। যত সময়ই লাগুক আমরা আপনাদের সঙ্গে থাকবো।

বাইডেন বলেন, আরও স্বাধীনতা, মর্যাদা ও শান্তির জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। শুধু ইউক্রেন নয়, বিশ্বের সব জায়গায় জন্য। 

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরু করে। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image