• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পোর্ট এলিজাবেথে তাইজুলের মাইলফলক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম
দ্বিতীয় দিনে কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি বলা
বাংলাদেশকে স্বস্তির অনুষঙ্গ এনে দিয়েছেন তাইজুল

নিউজ ডেস্ক:  পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ম্যাচের দ্বিতীয় দিনে কোনো কিছুই বাংলাদেশের পক্ষে যায়নি বলা যাবে না। তবে অনেক কিছুই সফরকারীদের বিপক্ষে গেছে।

রিভিউ তো বাংলাদেশের কান্নায় রূপ নিয়েছে। দুই বার রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ দল। খালেদের করা দিনের প্রথম ও ১২৮তম ওভারে তাইজুলের বলে রিভিউ নিয়ে সাফল্য পায়নি মুমিনুল বাহিনী, যার ফলে ইনিংসের তিনটি রিভিউই বাংলাদেশ হারিয়েছে ব্যর্থ চেষ্টায়।

দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে দ্রুত অলআউট করার আশায় গতকাল দিন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সফরকারীদের নির্বিষ বোলিং মাড়িয়ে স্বাগতিকদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রানের উত্সব করেছেন। মহারাজ, সিমন হার্মাররা রাজ্যের হতাশায় পুড়িয়েছেন বাংলাদেশকে। প্রথম ইনিংসে দলকে বড় স্কোর এনে দিয়েছেন তারা।

বাংলাদেশের এত সব অপূর্ণতার দিনে দক্ষিণ আফ্রিকা রানের পাহাড়ে চড়েছে। ১৩৬.২ ওভার ব্যাটিং করে প্রথম ইনিংসে ৪৫৩ রান তুলেছে স্বাগতিকেরা। চা-বিরতির আগে উইলিয়ামস মিরাজের শিকার হলে শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। গতকাল শেষ ৫ উইকেটে ১৭৫ রান যোগ করেছে দলটি। মহারাজ ক্যারিয়ার-সেরা ৮৪, মুলদার ৩৩, হার্মার ২৯, ভেরেইন্নে ২২, উইলিয়ামস ১৩ রান করেন।

বিশাল রানে চাপা পড়ার দিনে বাংলাদেশকে স্বস্তির অনুষঙ্গ এনে দিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট। সাকিব আল হাসানের পর দেশের দ্বিতীয় বোলার হিসেবে গতকাল টেস্টে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৬ ম্যাচে ৬১ ইনিংসে তার ঝুলিতে এখন ১৫০ উইকেট। সিমন হার্মারকে নিজের ১৫০তম শিকার বানিয়েছেন তাইজুল। ১৩৫ রানে নেন ৬ উইকেট। ক্যারিয়ারে দশম বার ৫ উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার।

সকালে ভেরেইন্নেকে বোল্ড করেন খালেদ। সপ্তম উইকেটে মুলদার-মহারাজ ৮০ রানের জুটি গড়েন। মুলদারকে বোল্ড করে জুটি ভাঙেন তাইজুল। অষ্টম উইকেটেও মহারাজ-হার্মার ৩৮ রান যোগ করেন। বাংলাদেশকে হতাশায় পোড়ানো মহারাজকে বোল্ড করেন এই বাঁহাতি স্পিনার। তারপর নবম উইকেটেও ৩৫ রানের জুটি গড়েন হার্মার-উইলিয়ামস। হার্মারকে ফিরিয়ে টাইগারদের তিতিবিরক্তি উপহার দেওয়া প্রোটিয়াদের ব্যাটিং লাইনের লেজের দেওয়ালটা ভাঙেন তাইজুলই।

টানা পাঁচ সেশন ফিল্ডিং করা বাংলাদেশ গতকাল চা-বিরতির পর ব্যাটিংয়ে নামে। ইনিংসের পঞ্চম বলে সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়। অলিভিয়েরের শিকার হওয়া জয় রানের খাতাই খুলতে পারেননি। তামিম-শান্তর ব্যাটে সেই ধাক্কা কাটিয়ে উঠলেও বাংলাদেশের সামনে এখন রানের সিন্ধু, যা পাড়ি দিতে টপ অর্ডারকেই দায়িত্ব নিতে হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image