• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্বকাপে অতিরিক্ত ক্রিকেটার নেবে না বিসিবি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১৭ পিএম
বিশ্বকাপ
অতিরিক্ত ক্রিকেটার নেবে না বিসিবি

নিউজ ডেস্ক : টি২০ বিশ্বকাপ শুরু হতে বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের উদ্বোধন ২ জুন। আগামী মাসেই বিশ্বকাপ ভেন্যুতে পাড়ি জমাতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দলগুলোকে প্রাথমিক স্কোয়াড দিতে হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। 

জানা গেছে, ২ মের মধ্যে প্রাথমিক দল দিতে বলা হয়েছে। বাংলাদেশ ২০ থেকে ২৫ জনের একটি তালিকা পাঠানো হতে পারে আইসিসিতে। এই তালিকায় ১ জুন পর্যন্ত পরিবর্তন করা যাবে। বিশ্বকাপ শুরুর আগের দিন দিতে হবে চূড়ান্ত স্কোয়াড। 

টুর্নামেন্ট চলাকালে স্কোয়াডে পরিবর্তন আনতে আইসিসির অনুমোদন নিতে হবে বলে জানায় বিসিবি। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে অতিরিক্ত ক্রিকেটার নেওয়া হবে কিনা, জানতে চাওয়া হলে জালাল ইউনুস জানান, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। 

কোচ অবশ্য বাড়তি খেলোয়াড় নেওয়ার পক্ষে না। প্রথম থেকেই ১৫ জনের স্কোয়াড নিয়ে সফর করতে চান তিনি। বিশ্বকাপে ১৫ জন খেলোয়াড় ও ১৫ জন কোচিং-সাপোর্ট স্টাফ নিতে পারবে দলগুলো। আইসিসি থেকে ৩০ জনের যাবতীয় খরচ বহন করতে হবে। তবে বিসিবির নিজস্ব খরচে অতিরিক্ত সদস্য যেতে পারবে।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image