• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এনজিও’র অতিরিক্ত সুদ গ্রহণযোগ্য নয়: গভর্নর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:২৬ পিএম
এনজিও’র অতিরিক্ত সুদ গ্রহণযোগ্য নয়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার

নিউজ ডেস্ক : এনজিওগুলো গরিব মানুষের কাছ থেকে সবচেয়ে অতিরিক্ত সুদ নিচ্ছে বলেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এত বেশি সুদ নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) ই-সেবা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‌ক্ষুদ্রঋণে নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে। ক্ষুদ্রঋণে নগদ অর্থের ব্যবহার কমাতে হবে। নগদ টাকার বিনিময় কমিয়ে আনলে স্বচ্ছতা বাড়বে।

তিনি বলেন, এনজিওগুলোর সুদহার কমানোর বিকল্প নেই। এনজিও প্রতিষ্ঠানের সৃষ্টি সেবা করার জন্য। তাহলে কেন এত বেশি সুদ নেয়া হয়? অধিক লাভের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সারাদেশে এমআরএ নিবন্ধিত প্রায় ৮৮১টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৭৪৭টি প্রতিষ্ঠান প্রায় ২২ হাজার শাখার মাধ্যমে ঋণ কার্যক্রম পরিচালনা করছে। এনজিওগুলোর ঋণ আদায়ের হার ৯৮ ভাগের বেশি। দেশের ৩ কোটি ৫২ লাখের বেশি পরিবার ক্ষুদ্রঋণ পরিষেবার আওতায় রয়েছে। পরিবারপ্রতি গড়ে চারজন ধরা হলে প্রায় ১৪ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষুদ্রঋণে সম্পৃক্ত রয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image