• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ : সংস্কৃতি প্রতিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৫৫ এএম
প্রতিটি জেলায় মায়ের মেলার আয়োজন করা জরুরি
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

নিউজ ডেস্ক : ‘মায়ের মেলা সংস্কৃতির একটি অঙ্গ। অনেক সন্তান আছে এখনো মায়ের জন্য কেঁদে বেড়ায় বলেছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সেসব সন্তানদের জন্যই এই মায়ের মেলা। তারা এই মেলায় আসবে, মাকে স্মরণ করবে।’

সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্স মঞ্চে মায়ের মেলায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মায়ের প্রতি ভালোবাসারই প্রমাণ এই মেলা। একজন মায়ের সৃষ্টি এই মমতাজ বেগম। মা না থাকলে একজন মমতাজ বেগম হতো না। আমি মনে করি প্রতিটি জেলায় এ মেলার আয়োজন জরুরি।

মানিকগঞ্জ-২ আসনের এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী মায়ের মেলার আয়োজন করা হয়।

মায়ের মেলায় দ্বিতীয় দিনের আয়োজনে বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-২ আসনের এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ প্রমুখ। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মো. বাশারসহ অনেকেই।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image