কালাই উপজেলা প্রতিনিধি: ঢাকায় সমাবেশ শেষে জয়পুরহাটে ফিরে আসার পথে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাসী করে জেলার কালাই উপজেলার বাঁশের ব্রীজ নামক স্থানে বিএনপির ৩৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়া শনিবার রাতে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে কালাই উপজেলা জামায়াতের সাবেক আমীরসহ বিএনপি-জামায়াতের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার বেলা সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম।
তিনি বলেন,নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় জয়পুরহাট সদরের ২৫ জন,কালাইয়ে ৩ জন, ক্ষেতলালে ৫ জন,পাঁচবিবিতে ৬ জন এবং আক্কেলপুর ৭ জনসহ বিএনপি-জামায়াতের মোট ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা বলেন, জামায়াত বাদে শুধু বিএনপিরই ৫০ এর অধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: