• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মৌলভীবাজার ৩ উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান হলেন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৯ পিএম
মৌলভীবাজার 
৩ উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান হলেন 

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ  উপজেলা পরিষদ ১ম ধাপের সাধারণ নির্বাচন গত বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মৌলভীবাজার জেলার ৩ টি উপজেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ মে) মৌলভীবাজার নির্বাচন রিটার্নিং অফিসার  রাতে   মৌলভীবাজার জেলার ৩ উপজেলার  বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যান,  ভাইস পুরুষ  ও মহিলা চেয়ারম্যানদের   নাম ঘোষণা করা হয়  তারা হলেন।  

কুলাউড়া উপজেলা পরিষদ: 
মৌলভীবাজার জেলার  কুলাউড়া উপজেলা পরিষদের  দোয়াত কলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ফজলুল হক খান সাহেদ   ৩৫ হাজার ২ শত ৭০ সত্তর   ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ারম্যান পদে  কাপ পিরিচ মার্কা আ  স ম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩ হাজার ৮ শত ৫২ বায়ান্ন   ভোট পেয়েছেন কুলাউড়া উপজেলায় পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান রাজ কুমার ফালোয়ার ( রাজু)  পদে চশমা  প্রতীকে  ৩১ হাজার ৪ শত ৮৪  চুরাশি ভোট পেয়ে  বিজয়ী  হয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম  ফুটবল প্রতীকে ৭১ হাজার ৪ শত ৬৬ ছয়ষ্ট্রি ভোট পেয়ে   বিজয়ী হয়েছেন।  

জুড়ী উপজেলা পরিষদ: 
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদের  নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে  কিশোর রায় চৌধুরী মনি  ১৯ হাজার ৯ শত ১৮ আটার  ভোট পেয়ে বেসরকারিভাবে  নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক- আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৫  হাজার ১ শত ৮৮ আটাশি  ভোট পেয়েছেন।  

জুড়ি  উপজেলার পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো: জুয়েল আহমদ চশমা প্রতীকে ২১ হাজার ৩ শত ২৮ আটাশ  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম  ফুটবল প্রতীকে ২৯ হাজার ৫ শত ৬০ ষাট ভোট পেয়ে  বিজয়ী  হয়েছেন।

বড়লেখা উপজেলা পরিষদ : 
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের  মোটরসাইকেল  প্রতীক নিয়ে  চেয়ারম্যান পদে মোঃ আজির উদ্দিন ৩৩ হাজার ০ শূন্য  ৭৯ উনআশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ ঘোড়া মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৩ শত ৮২ বিরাশি  টি  ভোট পেয়েছেন। 

 বড়লেখা উপজেলার পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আবিদুর রহমান চশমা প্রতীকে ২৫ হাজার ১ শত ১৫  পনেরো  ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও  বড়লেখা উপজেলার পরিষদের  এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহেলা বেগম  নির্বাচিত হয়েছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image