• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মৌলভীবাজার চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪১ পিএম
মৌলভীবাজার চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের
ঐতিহ্যবাহী করম উৎসব

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার চা বাগানে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী করম উৎসব ২০২৩ উদযাপিত হয়। মনিপুরী ললিতকলা একাডেমীর আয়োজনে ও মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সহযোগীতায় রবিবার (৮ অক্টোবর) বিকালে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াছড়া চা বাগানে করম  উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। 

করম উৎসবে প্রধান অতিথি  হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, উপাধ্যক্ষ ড. মো.আব্দূস শহীদ এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপসচিব, কাজী নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার), উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, মনিপুরী ললিতকলা একাডেমীর উপ পরিচালক (অতি.দা.) কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মো. জয়নাল আবেদীন, শ্রীমঙ্গল কমলগঞ্জ (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত ও শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, কালিঘাট ইউপি চেয়ারম্যান, প্রানেশ গোয়ালা, রাজঘাট ইউপি চেয়ারম্যান, বিজয় বুনার্জি এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দগন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image