• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৬ পিএম
নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে হবে
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

নিউজ ডেস্ক : পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, পুরুষের পাশাপাশি নারী শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করতে হবে। তাহলেই বাঙালি জাতিকে উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি শুধু স্বপ্ন দেখান না স্বপ্ন বাস্তবায়ন করেন।

শনিবার (৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদ মন্দির ও কবরস্থানের উন্নয়নে ২০ লাখ টাকার চেক বিতরণ এবং নড়িয়া উপজেলার ৩৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের ট্যাব বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image