• ঢাকা
  • রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুর সদরে স্বতন্ত্রপ্রার্থীর প্রচারকেন্দ্রে ভাংচুর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০১ পিএম
জামালপুর সদরে স্বতন্ত্রপ্রার্থীর
প্রচারকেন্দ্রে ভাংচুর

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদরের পৌরসভা এলাকার গেইটপাড়  পিটিআই এর পেছনে বউ বাজারে জামালপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর (ঈগল প্রতীক) নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাংচুরের ঘটনা ঘটে।

বুধবার দিবাগত রাত (২১ ডিসেম্বর) আনুমানিক সাড়ে বারটার দিকে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে বারটার দিকে নৌকা মার্কার কিছু লোক ঈগল মার্কার প্রচার কেন্দ্রে এসে বকাবকি শুরু করে এবং কেন্দ্রের ভিতরে ঢুকে চেয়ার টেবিল ভাংচুর করে।

এবিষয়ে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনু ঢাকা নিউজকে বলেন, আমরা নির্বাচন কমিশনের নিয়মবিধি মেনে শহরের বউ বাজার এলাকায় প্রচারকেন্দ্র করেছি। মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ, ভোটারদের সরব উপস্থিতির নির্বাচন সেখানে নৌকা প্রতীকের প্রার্থীর এই নোংরামি এবং ভাংচুর কি মেসেজ দিতে চাচ্ছে আমি বোধগম্য নই। আমরা থানায় এবং নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিবো এই বিষয়ে।

এবিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো.মহব্বত কবির ঢাকা নিউজকে বলেন, 'এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image