• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আগাম তরমুজ চাষে কৃষকের মুখে আনন্দের হাসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫৮ পিএম
কৃষকের মুখে আনন্দের হাসি
তরমুজ চাষ

বরিশাল প্রতিনিধি : বাকেরগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে কৃষকেরা আগাম তরমুজ  চাষ করে লাভের  মুখ দেখছে। দাম ভাল পাওয়ায় তরমুজ  চাষ করা কৃষকদের ঘরে আনন্দের হাসি ফুটছে। এ বছর এখন পর্যন্ত  প্রাকৃতিক কোন দূর্যোগ না হওয়ায় তরমুজের ভাল ফলন হয়েছে। 

একসময় ফেলে রাখা অনাবাদি চরগুলো বর্তমানে তরমুজের বেশ ভালো  ফলনে কৃষকের আনন্দের  হাসিতে হেসে উঠেছে।

বাকেরগঞ্জের স্হানীয় কৃষকেরা তরমুজ  চাষের প্রতি তেমন আগ্রহ না হওয়ায় দক্ষিণের জনপদ  পটুয়াখালীর গলাচিপা, আমতলী, দশমিনা ও কলাপাড়া  থেকে কৃষকেরা এসে তরমুজ চাষ করছেন।

যোগাযোগ  ব্যবস্হা ভালো  হওয়ায় উপজেলার  গারুরিয়া, নলুয়া,  কবাই, ফরিদপুর ও দুর্গাপাশার নদীর চরাঞ্চলে জমি ভাড়া নিয়া তরমুজ চাষ করা  হচ্ছে। দীর্ঘ  বছর ধরে এসব জমি  অনাবাদি  থাকায়  এসব জমির উর্বরতা  শক্তি বেশি। তাই এই সব মাটিতে  তরমুজের ফলন খুব  বেশি।

বর্তমানে তরমুজ ক্ষেতে ৪/৫ কেজি ওজনের  তরমুজ  পাওয়া  যাচ্ছে। আগামী  ১ মাসের মধ্যেই পরিপক্ব তরমুজ উঠবে বলে চাষিরা আশাবাদী। 

বাকেরগঞ্জের উৎপাদিত  তরমুজ  রাজধানী  ঢাকা সহ নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশালের পাইকার গন কিনে নিয়ে যায়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image