• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দীঘিনালায় বেইলি সেতু ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক নদীতে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪৪ পিএম
দীঘিনালায় বেইলি সেতু ভেঙ্গে
পাথর বোঝাই ট্রাক নদীতে

রিপন সরকার, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ট্রাক ও বাস যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে  পর্যটকবাহী গাড়ি যাতায়াত করছে।

সেতুর পাশেই অবস্থিত তরুণ জ্যোতি চাকমার চায়ের দোকান। তিনি ও প্রত্যক্ষদর্শীরা জানান সকালে  পাথর বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হচ্ছিল। এ সময় সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায় তবে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজামান, জেলা পুলিশ মো. নাইমুল হক প্রমুখ।

বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ইসিবির উপঅধিনায়ক মেজর আবু নোমান মো.মঈনুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image