• ঢাকা
  • বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চাঁদপুর জেলায় নৌ পুলিশের অভিযানে ৬ জেলে আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:১১ পিএম
চাঁদপুর জেলায় নৌ পুলিশের অভিযানে
৬ জেলে আটক

চাঁদপুর জেলা প্রতিনিধি : চাঁদপুর জেলার মেঘনা নদীতে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করায় ৬ জেলেকে আটক করেন নৌ পুলিশ।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) বিকালে চাঁদপুরের মেঘনা নদীতে নিয়মিত অভিযান করেন চাঁদপুর সদর উপজেলার হরিনা ফাঁড়ির নৌ পুলিশ। চাঁদপুর নৌ পুলিশ সুপার এর দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর আখন ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মাঝির বাজার এলাকার রেজ্জাক বেপারীর পুত্র মো. আল আমিন, নাছির নেপালের পুত্র মুজাফফর নেপাল, মৃত মোহাম্মদ আলী ভূইয়ার পুত্র আবদুল কাদির, মৃত আনোয়ার হাওলাদারের পুত্র মো. আব্বাস, তাহের আলির পুত্র মো. ইয়াসিন, দুইটি মামলার অনুকূলে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি নৌকা আটক করা হয়।

এবিষয়ে হরিনা নৌ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম জানান, কারেন্ট জাল ফেলে নদীতে মাছ শিকার করা সরকার নিষিদ্ধ। তাই তাদের আটক করা হয়েছে।

আটকৃতদের মৎস্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। এধরণের অভিযান সবসময় চলমান থাকবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image