
মাইলফলক থেকে ১৯ রান দূরে মুমিনুল
নিউজ ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামছে বাংলাদেশ। এই টেস্টে আর মাত্র ১৯ রান করলেই মিরপুরের ভেন্যুতে চতুর্থ ব্যাটার হিসেবে ১ হাজার রান পূর্ণ করবেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।
মিরপুরের ভেন্যুতে ১৪ টেস্টের ২৫ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৯৮১ রান আছে মুমিনুলের। মুমিনুলের আগে মিরপুরের ভেন্যুতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
মুশফিক ২৩ টেস্টে ৪১ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৫৩৫ রান, সাকিব ২০ টেস্টে ৩৭ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে করেছেন ১৪৯৬ রান এবং তামিম ১৯ টেস্টে ৩৫ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ১২৬০ রান করেছেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: