• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেস্টে ৯ হাজারে দ্বিতীয় দ্রুততম, ১৫ হাজারে স্মিথ কততম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:০৫ পিএম
স্মিথ স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রান
স্টিভ স্মিথ

নিউজ ডেস্ক:  অ্যাশেজে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্টিভ স্মিথের জন্য ছিল রেকর্ডের। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন, যে মাইলফলকে তাঁর চেয়ে দ্রুততম শুধু কুমার সাঙ্গাকারা।

স্মিথ স্পর্শ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানের মাইলফলক। ৩৫১তম ইনিংসে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৫০০০ রান ছুঁয়েছেন স্মিথ। অস্ট্রেলিয়ার ৯ম ব্যাটসম্যান ও সব মিলিয়ে  ৪১তম ব্যাটসম্যান হিসেবে ১৫০০০ রান করেছেন।

যেখানে দ্রুততম ভারতের বিরাট কোহলি। স্মিথ দ্রুততম ১৫০০০ রান করার তালিকায় কততম? আর কেই-বা আছেন এই তালিকায়? স্মিথ যখন প্রসঙ্গটি ফিরিয়েছেনই, এই সুযোগে দেখে নেওয়া যেতে পারে টেস্টে ৯০০০ রান ও আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০০০ রানে দ্রুততম কারা।

টেস্টে ৯০০০ রানের মাইলফলকে স্মিথ দ্বিতীয় দ্রুততম হলেও আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১৫০০০ রান করা ক্রিকেটারদের তালিকার শীর্ষ পাঁচে নেই স্মিথ। তাঁর অবস্থান তালিকার সাত নম্বরে। যে তালিকার শীর্ষে থাকা কোহলির পর আছে হাশিম আমলা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image