
নিউজ ডেস্ক : গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিজিবি মোতায়েন করা হয়।
গাজীপুর সদর, টঙ্গী ও আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন, বিজিবি সদর দপ্তরের পিআরও মো. শরিফুল ইসলাম।
কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কিছু জায়গায় ভাঙচুর এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: