• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ চা জনগোষ্ঠী শিক্ষার্থীদের সংবর্ধনা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:১৯ এএম
কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ
চা জনগোষ্ঠী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ‘জুম আইটি ইন্সটিটিউট'র আয়োজনে এসএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য চা জনগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে আদমপুর বাজারস্থ মনিপুরি কালচারাল কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জুম আইটি ইন্সটিটিউটের সহ- প্রতিষ্ঠাতা ও সিইও হামোম প্রবিদ কুমার সিংহ এর সভাপতিত্বে ও  পাত্রখোলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক বিজয় ছত্রী বাপ্পী এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারী গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাব্বির এলাহী, ইসলাম পুর ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হক সহ  প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, জুম আইটি ইন্সটিটিউটের শূভ উদ্বোধন ডাইরেক্টর নয়ন গঞ্জু, ধলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরাস আহমেদ, পাত্রখোলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল, বাংলাদেশ মুসলিম চা ছাত্র যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, পাত্রখোলা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা লিটন গঞ্জু, শিক্ষক সুবীর নন্দী, চম্পক মণি, সাইবার সুরক্ষার প্রতিনিধি ইডেন সিংহ প্রমুখ।

অনুষ্ঠানে পাত্রখোলা, ধলই, কুরমা, চামপারা, বাগাছড়া ও  কামারছড়া চা বাগানের এসএসসি কৃতকার্য  ৬০ জন চা সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চা জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

দক্ষিণ কমলগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা তৈরী করা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে  এই আইটি প্রতিষ্ঠানটি গত ১৫ই জুন ২০২৩ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image