• ঢাকা
  • শনিবার, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাণীশংকৈল উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১৩ পিএম
রাণীশংকৈল উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ জাতীয়ভাবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার (৯ আগস্ট) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। 

ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। 

এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৮ টায় রাণীশংকৈল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে। নবাগত ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা  নির্বাহী ম্যাজিসট্রেট রাম কৃষ্ণ বর্মণ, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, টিএইচএ ডা: আব্দুস সামাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়ুল মার্ডি, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।  

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এ উপজেলায় ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২১০ জন উপকারভোগীর হাতে জমি ও ঘরের জমির দলিল তুলে দেয়া হয়। 

উপজেলায় এ পর্যন্ত মোট ১৭৩৮ জন উপকারভোগীকে জমিসহ ঘর দেয়া হলো। এর পরেও, কোনো ভূমিহীন-গৃহহীন বাদ পড়লে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদেরকে এ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে মর্মে সহকারী কমিশনার(ভূমি) জানান। 
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image