• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে বিরাট কোহলি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম
টি-টোয়েন্টিতে
১১ হাজার রান ক্লাবে বিরাট কোহলি

নিউজ ডেস্ক:  প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান ক্লাবে নাম লেখালেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ রান করেন কোহলি।

এই ইনিংসের সুবাদে টি-টোয়েন্টিতে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন ভারতের সাবেক এই অধিনায়ক। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৩৫৪ ম্যাচের ৩৩৭ ইনিংসে ৬টি সেঞ্চুরি ও ৮১টি হাফ-সেঞ্চুরিতে এখন  কোহলিল মোট রান ১১০৩০।

ভারতের প্রথম হলেও বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ১১ হাজার রানের মালিক হলেন কোহলি। তার আগে এই তালিকায় নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক।

টি-টোয়েন্টিতে ১১ হাজার রান করা ব্যাটাররা :  ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ৪৬৩ ম্যাচের ৪৫৫ ইনিংসে ১৪৫৬২ রান, কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ৬১৪ ম্যাচের ৫৪৫ ইনিংসে  ১১৯১৫ রান, শোয়েব মালিক (পাকিস্তান) ৪৮১ ম্যাচের ৪৪৭ ইনিংসে ১১৯০২ রান, বিরাট কোহলি (ভারত) ৩৫৪ ম্যাচের ৩৩৭ ইনিংসে ১১০৩০ রান করেন ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image