• ঢাকা
  • রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানে সাবেক দুই সেনা কর্মকর্তার কারাদণ্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম
অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে
আদিল ফারুক ও হায়দার রাজা

নিউজ ডেস্ক:  দেশদ্রোহী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পাকিস্তানের সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড দেয়া হয়েছে। এক সংক্ষিপ্ত বিচারের পর সামরিক আদালত ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল এই দণ্ড দিয়েছেন।

শনিবার পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখা ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিষয়টি জানিয়েছে। খবর ডন।

আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, ‘রাষ্ট্রদ্রোহে প্ররোচনা’র অভিযোগে মেজর (অব.) আদিল ফারুক রাজা ও ক্যাপ্টেন (অব.) হায়দার রাজা মেহেদিকে যথাক্রমে ১৪ বছর ও ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান আর্মি অ্যাক্ট, ১৯৫২ এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ লঙ্ঘনের অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মূলত গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থের জন্য ক্ষতিকর কাজের জন্য তাদের দণ্ড দেয়া হয়েছে। আইএসপিআর বলছে, যথাযথ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই দুজনকে গত ৭ ও ৯ অক্টোবর অভিযুক্ত করা হয়।

কারাদণ্ড দেয়ার পাশাপাশি সাবেক এই দুই সেনা কর্মকর্তার র‌্যাংক গত ২১ নভেম্বর বাতিল করা হয়েছে। সাজা পাওয়া সাবেক এই দুই সেনা কর্মকর্তা বর্তমানে পাকিস্তানের বাইরে রয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image