• ঢাকা
  • মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫৫ পিএম
রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম
হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন

মোঃআব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি : চলতি অর্থ বছরের ৪ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ কোটি টাকা কম, লক্ষ্যমাত্রা ছিলো ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়েজিদ হোসেন বলেন, চলতি অর্থবছরের গত ৪ মাসে (জুলাই থেকে অক্টোবর) জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) বেধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

জুলাই মাসে ৪২ কোটি ৭৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা।

আগস্ট মাসে ৪৯ কোটি ৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা।

সেপ্টেম্বর মাসে ৪২ কোটি ১৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা।

অক্টোবর মাসে ৫৩ কোটি ৪৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকা। যা এনবিআর বেধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৯ কোটি ৮২ লাখ টাকা কম।

ডলার-সংকটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি আগের তুলনায় অনেকটা কমে গেছে। অন্য দিকে পণ্য রফতানি প্রায় শুন্যর কোটায় পৌঁছেছে বলে জানান কাস্টমস কতৃপক্ষ। আগামী দিনে বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি রফতানি বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশা করছেন কতৃপক্ষ। 

চলতি অর্থ বছরে গত ৪ মাসে ভারত থেকে এই বন্দরে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৪১ মেট্রিক টন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image