হিলি প্রতিনিধি: বৌদ্ধ পুর্নিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার সচল রয়েছে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ বৌদ্ধ ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পুর্নিমা। দিনটি যথাযথ মর্যাদায় উৎযাপিত হচ্ছে। ফলে আজ সরকারী ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে। একারণে আজ সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
কাল থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: