• ঢাকা
  • শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:০৭ এএম
সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার বিষয়ে একটি অভিযোগ রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা হয়। ওই অভিযোগে তার বিরুদ্বে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়।

উক্ত বিষয়ে গত শনিবার (১৮ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন 'আনারস' প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত।

গতকাল রোববার (১৯ মে) রাতে উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাতের করা অভিযোগের ভিত্তিতে এ নির্দেশনা দেন কর্মকর্তা।

অভিযোগে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার ২১ মে রামগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনীয় ভোটগ্রহণ হবে।

এ নির্বাচনে সংসদ সদস্য ড. আনোয়ার খাঁনের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ এবং আচরণবিধি লঙ্ঘন করে অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষপাতিত্ব করার একটি লিখিত অভিযোগ দিয়েছেন 'আনারস' প্রতীকের প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত।

এ অভিযোগের ভিত্তিতে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ইনচার্জ কে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ আরও ৪টি দপ্তরে পাঠানো হয়েছে।

চিঠির বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, এ বিষয়ে এখনো চিঠি হাতে পাইনি। চিঠি পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রিটার্নিং অফিসার প্রিয়াংকা দত্ত জানান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ দিয়েছেন। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে চিঠি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল মঙ্গলবার ২১ মে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image