• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম
ঝিনাইগাতীতে
ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তা, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষে অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।  

প্র্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুদ ভ‚ঁইয়া। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল, ওসি (তদন্ত) মো. আবুল কাশেম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ  হুমায়ুন কবির জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলার ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৬০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৩৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৬৮৭ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই শিফটে এ সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ১৪৪ জন। তন্মধ্যে শ্রীবরদী উপজেলায় ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩০০ ও ঝিনাইগাতী উপজেলায় ১ লাখ ৪৯ হাজার ৮৪৪ জন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image