
বেনাপোল, যশোর, প্রতিনিধি: যশোরের শার্শায় ভ্যাকসিনেশন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায় শার্শা উপজেলা পরিষদ সভায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন খান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: