• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩৩ পিএম
খাবার বিতরণ করা হবে
হুসেইন মুহম্মদ এরশাদ

নিউজ ডেস্ক:  সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। দলের প্রতিষ্ঠাতার মৃত্যু্বার্ষিকী উপলক্ষে সাত‌ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাপা। সকালে রংপুরের পল্লীনিবাসে এরশাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৪টায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে হবে আলোচনা সভা। আগামী ২০ জুলাই পর্যন্ত দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

১৯৩০ সালে ভারতের কোচবিহারে জন্ম নেওয়া এরশাদ দেশভাগের পর সপরিবারে রংপুরে স্থায়ী হন। সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করে পৌঁছান শীর্ষ পদ পর্যন্ত। ১৯৮২ সালে রক্তপাতহীন সেনা অভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতা দখল করে প্রায় ৯ বছর দেশ শাসন করেন তিনি। তবে ১৯৯০ সালে গণআন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন। এরপর বিভিন্ন মামলায় তাঁকে কারাগারে যেতে হয়। প্রায় ছয় বছর কারাভোগের পর ’৯৭ সালে মুক্তি পান।

কারামুক্তির পর দুই দশকে এরশাদ কখনও আওয়ামী লীগের দিকে, কখনও বিএনপির পক্ষ নেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগকে সরকার গঠনে সমর্থন দেয় তাঁর নেতৃত্বাধীন জাপা।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image