আন্তর্জাতিক ডেস্ক : একটি সামরিক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্তে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এক প্রতিবেদনে শনিবার (৯ মার্চ) রয়টার্স জানায়, হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) বিধ্বস্ত হয়।
কাউন্টির শীর্ষ স্থানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনায় তিন জন নিহত হয়েছেন এবং গুরুতর একজন । এদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ ছিলেন।
লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: