• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরিষাবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৩ এএম
কৃষকদের মাঝে বিনামূল্যে
কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদে এসব কৃষি উপকরণ ও বীজ বিতরণ কর্মসূচির আয়োজন করে টিএমএসএস সরিষাবাড়ী শাখা।

টিএমএসএস এর সিনিয়র সহকারী পরিচালক মো. আহসান হাবিব মোহনের সভাপতিত্বে সরিষাবাড়ী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মনির উদ্দিন, সরিষাবাড়ী থানার এসআই হুমায়ুন মিয়া, টিএমএসএস-এর জোনাল ম্যানেজার সাজ্জাদ হোসেন, অঞ্চল প্রধান মেহেদী আলমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, টিএমএসএস প্রান্তিক কৃষকদের মাধ্যমে কৃষিপণ্য উৎপাদন বাড়াতে ও কৃষকদের লাভবান করতে সিটি ব্যাংকের সহায়তায় বিভিন্ন কৃষি উপকরণ প্রদানের উদ্যোগ নিয়েছে। সাবইকে এসব উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অবদান রাখার জন্য আহবান জানান বক্তারা।

পরে ১ হাজার ২শত ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ২ হাজার কেজি ভূট্টাবীজ,১ হাজার ৫ শত কেজি ধানবীজ, ১৫০টি স্প্রে মেশিন, ২০টি হ্যান্ড রিপার ও ৫টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করা হয়। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image