• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১২ পিএম
মেয়াদোত্তীর্ণ ঔষুধ
চার ফার্মেসিকে জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে।

গতকাল রোববার (৯ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলার পৌর এলাকার হাসপাতাল সড়কে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ৪টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া যায়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লক্ষ্মীপুর সার্জিকাল মার্টকে ২ হাজার টাকা, তাকওয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা, শাপলা ফার্মেসিকে ১৫ হাজার টাকা ও মডার্ণ হোমিও হলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লক্ষ্মীপুর পৌর শহরে রাত সাড়ে ১০টার দিকে ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।


ভোক্তা অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)নুর হোসেন বলেন, বাজার তদারকি অভিযান পরিচালনা করে চার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়া যায়। এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় অন্যান্য প্রতিষ্ঠান মালিকদেরকেও সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image