
নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নয়া পল্টনে সামনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে খুবই অসুস্থ। এর আগে তিনি তিনবার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি দেশে ভালো চিকিৎসা পাচ্ছেন না। তাই খালেদা জিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর জন্য অনুমতি দেন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের (সরকার) ক্ষমা করবে না।
এর আগে সকাল থেকে বিএনপি'র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশে যোগ দেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: