• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

খাগড়াছড়ি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫১ পিএম
খাগড়াছড়ি কালেক্টরেট
প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় অটিজম ও প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ এপ্রিল) খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের সার্বিক সহযোগীতায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আনন্দ-উল্লাস ও হৈ-হুল্লোড়ে মেতে ওঠে নানা বয়সী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এতে খুশি অভিভাবক ও স্বজনেরা।

সকাল থেকে দুর-দুরান্তের শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে হাজির হয়। বেলা ২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তি অংশ নেওয়া প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজের লুকায়িত সুপ্ত প্রতিভাকে তুলে ধরে। ‘প্রতিবন্ধী মানেই প্রতিভাবন্ধী নয় সেটি নিজেকে দিয়েই দেখিয়ে দিলেন বিদ্যালয়ের কতিপয় ছাত্র-ছাত্রী। প্রতিবন্ধী এক ছাত্র তার সুরেলা কন্ঠে গেয়ে উঠলেন ‘হাইরে আমার মন মাতানো দেশ, হাইরে আমার সোনা ফলা মাটি… গানটি। উপস্থিত সবাই অবাক হয়ে শুনলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবেয়া চৌধুরী, সভাপতি, লেডিস ক্লাব, খাগড়াছড়ি। কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিয়া চাকমার
সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সারজিয়া বেগম, প্রধান শিক্ষক, কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়, খাগড়াছড়ি। 
 
প্রধান অতিথি ছিলেন, নাসরিন চৌধুরী, সহধর্মিণী বিভাগীয় কমিশনার চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুনতাসির জাহান, অতিরিক্ত জেলা প্রসাশক(শিক্ষা ও আইসিটি)খাগড়াছড়ি। মোহাম্মদ শাজাহান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, খাগড়াছড়ি। আফাজ উদ্দিন, জেলা ক্রিড়া অফিসার, খাগড়াছড়ি। আবু তাহের, সভাপতি জেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, খাগড়াছড়ি। 
বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image