
নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ইভটিজিং এর দায়ে মো. শাওন নামে এক যুবক কে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৬ নভেম্বর দুপুরে উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। দন্ডপ্রাপ্ত মোঃ শাওন বিদ্যাকুট গ্রামের মো. মজিবুর রহমান এর ছেলে।
সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, মো. শাওন দীর্ঘ দিন ধরে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের কে ইভটিজিং করে আসছে। আজ দুপুরে অত্র বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করার সময় বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আটক করে আমাকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ যুবক কে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।কারাদন্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না এবং এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: