• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মাওয়া রেল রুটে পরীক্ষামূলক চললো ট্র্যাক কার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৯ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৭ পিএম
ঢাকা-মাওয়া
রেল রুটে পরীক্ষামূলক চললো ট্র্যাক কার

নিউজ ডেস্ক : ঢাকা-মাওয়া রেল রুটে ট্রেন চলাচল উদ্বোধন সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের শুরুতে করার কথা রয়েছে। এরআগে রুটে রেল চলাচলের জন্য পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হলো। ট্র্যাক কারটি ‘গ্যাংকার’ নামেও পরিচিত।

ঢাকার গেন্ডারিয়া স্টেশন থেকে শনিবার (১৯ আগষ্ট) সকালে প্রথমবারের মতো পরীক্ষামূলক ট্র্যাক কার চালু হয়।

প্রকল্প পরিচালক আফজাল হোসেন গণমাাধ্যমকে বলেন, ঢাকা থেকে মাওয়া অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলামসহ চীনা বিশেষজ্ঞ ও দেশীয় দায়িত্বশীল প্রকৌশলীরা ট্র্যাকে করে পর্যবেক্ষণ করেন।
 
প্রকল্প পরিচালক বলেন, পরীক্ষামূলক যাত্রায় তারা রেলের যে কাজগুলো দেখছেন, তাতে ওয়েল্ডিং ও ফিনিশিংয়ের কিছু কাজ বাকি আছে। সেগুলো মাস খানেকের মধ্যে পুরোপুরি সম্পন্ন করা যাবে। তারপরই এখানে যাত্রীবাহী রেল চলাচল শুরু করা হবে।  
 
এর আগে, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। ঐ অংশ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ঢাকার অংশটি পরীক্ষা করার পর যাত্রীবাহী রেল চলাচল এবং চূড়ান্ত পরীক্ষামূলক প্রক্রিয়াগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image