• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহ সিভিল সার্জনের নতুন ভবন উদ্বোধনে গণপূর্ত প্রতিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৩৬ পিএম
ময়মনসিংহ সিভিল সার্জন, নতুন ভবন উদ্বোধন,  গণপূর্ত প্রতিমন্ত্রী
ময়মনসিংহ সিভিল সার্জনের নতুন ভবন উদ্বোধন করেন গণপূর্ত প্রতিমন্ত্রী

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ: স্বাধীনতার ৫১ বছর পর ময়মনসিংহ জেলার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিভাগের প্রধান সিভিল সার্জনের নিজস্ব অফিস ভবন পেল। ২৪ সেপ্টেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ময়মনসিংহ সিভিল সার্জন অফিস ভবনের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত  প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। 

প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভিতের উপর তিনতলা ভবনটির উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: শামছোদ্দুহা, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এ. কে. এম. কামরুজ্জামান, পরিচালক স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, পুলিশ সুপার মাছুম আহমদ ভূইয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিৎ কুমার পাড়, গণপূর্ত এর উপ-বিভাগীয়  প্রকৌশলী মো: এনামুল হকসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সার্ংবাদিক বৃন্দ

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব রাশেদ আহসান জানান, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভিতের উপর তিনতলা ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের নতুন ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ। এর ঠিকাদার ছিলেন সালাম কনস্ট্রাকশন লি: ও মেসার্স ভাওয়াল কনস্ট্রাকশন  (জেভি)।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image