• ঢাকা
  • মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়া
মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা।  ২১ মার্চ মঙ্গলবার দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৫২ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এখনো আমরা যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। 

আমাদের পরিচিতি একটাই তা হচ্ছে আমরা সবাই বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠনে, স্বাধীনতার পর সংবিধান তৈরীতে যার ভূমিকা ছিল, ১৫ই আগষ্টের পর খুনি মোস্তাককে যিনি রাষ্ট্রপতি মানতে অস্বীকার করেছিলেন  ব্রাহ্মণবাড়িযার কৃতি সন্তান আইনমন্ত্রীর পিতা এডঃ সিরাজুল হক বাচ্চু মিয়া, প্রয়াত জননেতা লুৎফুল হাই সাচ্চু জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন, জননেতা মাহবুবুল আলম ভুইয়াসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন। এদিকে মিলন মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে চার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image