
নিউজ ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাক্রম পরিবর্তনে কাজ করছে। কাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠদান শুরু হয়েছে।
মন্ত্রী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।
মন্ত্রী সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে
দেন।
মন্ত্রী বলেন, গত দু বছরে করোনা অতিমারির মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এরমধ্যেও পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হয়েছে। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রতিকূলতার মধ্যেও
সফলভাবে কাজ সম্পন্ন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: