নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন, সুস্থ পরিবেশ ও স্মাট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নেতৃত্বে এ র্যালি বের, করা হয়।
শব্দ সচেতনতা দিবসে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
লক্ষ্মীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) এবি সিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ পাটওয়ারীসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: