• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২২ পিএম
ফ্রান্সে  
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে অবসর নীতিমালা সংস্কারের প্রতিবাদে নিরাপত্তা বাহিনী সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে এ সংঘর্ষ হয়।

গার্ডিয়ান প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের প্রস্তাবিত অবসর নীতির বিরুদ্ধে তিন মাসের বিক্ষোভের মধ্যে এটি সহিংসতার সবচেয়ে বড় ঘটনা।

জানুয়ারির মাঝামাঝি সময়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেসামরিক কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা করা হয়েছিল। সংসদ কোনো ভোট ছাড়াই এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়।

ফরাসি শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে, বৃহস্পতিবারের বিক্ষোভে ৩৫ লাখেরও বেশি মানুষ যোগ দেন। বিক্ষোভকারীরা গাড়িসহ বিভিন্ন অবকাঠামোয় অগ্নিসংযোগ করেন।

এদিন রাজধানী প্যারিসে ৮ লাখ মানুষ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন বলে দাবি করেছে ফরাসি ইউনিয়ন। তারা পেনশনের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

তবে দক্ষিণ-পূর্বের বর্দো শহরের পৌর ভবনের প্রবেশপথে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেন। অপরদিকে রাজধানী প্যারিসে মধ্য রাতের পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। দুইপক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অনেকে।

নানা আলোচনা-সমালোচনা ও বিতর্কের পরও সোমবার (২০ মার্চ) ৯ ভোটের ব্যবধানে ফ্রান্সের জাতীয় সংসদে অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের বিল পাস হয়। তবে আরও কয়েক ধাপ পেরিয়ে এটি কার্যকর হতে বেশ সময় লাগবে বলে জানা গেছে। বিলটি পাস হওয়ার পরদিনই রাজপথে নামেন আন্দোলনকারীরা।

চার বছর আগে ম্যাক্রোঁ সরকারের বিরুদ্ধে শুরু হওয়া ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের পর এবারের বিক্ষোভ মোকাবিলায়ও ফরাসি প্রশাসনকে বেশ বেগ পেতে হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image