• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তারেকসহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবো: আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৬ পিএম
তারেকসহ সাজাপ্রাপ্তদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবো
আইনমন্ত্রী আনিসুল হক

নিউজ ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারেকসহ সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘যারা দেশের আদালতে সাজাপ্রাপ্ত ও অত্যন্ত গর্হিত অপরাধ করেছে, যারা সাজাপ্রাপ্ত, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ আরও শক্তিশালী করার চেষ্টা করবো।’

আখাউড়া রেলওয়ে স্টেশনে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মার্কিন ১২ সিনেটরের চিঠির পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘আমি যতদূর এ মামলার কাগজপত্র দেখেছি, সেখান থেকে আমি বলতে পারবো বিচারিক আদালতে সুষ্ঠুভাবে আইনের যে ধারা আছে সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলবো না। তার কারণ হচ্ছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন নিশ্চয় আপিল করবেন তিনি। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image