• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৩ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০১ এএম
তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানি আজ
হাইকোর্ট

নিউজ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুলের চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

হাইকোর্টের নির্দেশে তারেক রহমানের ঠিকানা সংশোধন করে গুলশানের ঠিকানায় রুলের নোটিশ পাঠানো হয়। 

সুপ্রিম কোর্টের নোটিশ বোর্ডে এবং একটি জাতীয় দৈনিকে প্রচার করা হয়। নোটিশ পাঠানোর বিষয়টি রিট আবেদনকারীর আইনজীবীরা মঙ্গলবার আদালতকে জানালে এ বিষয়ে শুনানির জন্য বুধবার ধার্য করা হয়।

বিএনপির আইনজীবীরা বলেন, গুলশানের ঠিকানা তারেক রহমানের সর্বশেষ ঠিকানা নয়। তিনি এখন লন্ডনে, তাই ওই ঠিকানায় নোটিশ পাঠাতে হবে। আদালত তাদের এমন বক্তব্য আমলে নেয়নি।

২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে রিট আবেদন করা হয়। এরপর তারেকের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর দীর্ঘদিনেও রুলের শুনানি হয়নি। 

সম্প্রতি সমাবেশে তারেক রহমানের বক্তব্য প্রচার করে বিএনপি। এরপরই বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রুল শুনানির আবেদনে করেন রিটকারী আইনজীবী নাসরিন সিদ্দিকা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image