• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিদেশী দূতাবাস নয় জনগণ ঠিক করবে দেশ পরিচালনা করবে কে : প্রধান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১০ পিএম
কে দেশ পরিচালনা করবে
বাংলাদেশ জাসদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক: গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা, দ্রব্য মূল্যের উর্দ্ধগতি রোধ, দেশের সম্পদ লুটপাট,পাচারকারীদের গ্রেফতার ও বিচার সহ বাংলাদেশ জাসদের আট দফা আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাসদ। দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আবদুস সালাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা জননেতা নাজমুল হক প্রধান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, শ্রমিক নেতা বাদল খান, দলের কেন্দ্রীয় কমিটির নেতা আহমেদ ফজলুর রহমান মুরাদ, মো. মহিউদ্দিন , এ এফ এম ইসমাইল চৌধুরী, ফারুক হোসেন চঞ্চল, খোরশেদ আলম রব্বানী, জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত ও ঢাকা মহানগর নেতা মোঃ হুমায়ুন।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা নাজমুল হক প্রধান বলেন, দেশে সীমাহীন দুর্নীতি চলছে, ব্যাংক গুলো লুটপাট হয়ে যাচ্ছে, দেশের সম্পদ লুটেরারা বিদেশে পাচার করছে। দ্রব্য মুল্য নাগালের বাইরে। বেসরকারী শ্রমজীবী মানুষ তার আয় দিয়ে সংসারের বোঝা টানতে পারছে না। সরকার দেশের জনগণের মাথা পিছু আয় বৃদ্ধির কথা বলছেন, কিন্তু বৈষম্যের কথা বলছেন না। এরই মধ্যে ক্ষমতাসীনরা তাদের উন্নয়নের গল্প শুনিয়েই যাচ্ছেন। উন্নয়নের আড়ালে লুটেরারা রাষ্টযন্ত্রকে ব্যববার করছে। তারা জনগণের ভোটের অধিকার টুকু কেড়ে নিয়েছে।

নাজমুল হক প্রধান আরো বলেন তাই ক্ষমতাসীনদের কাছে সাধারণ জনগণের কোন মূল্য নেই। তারা বিদেশী দূতাবাস গুলোতে ধর্না দেয় ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় টিকে থাকার জন্য লুটেরাদের সিন্ডিকেটের সমর্থন খুঁজে বেড়ায়। এই পরিস্থিতিতে বাংলাদেশ জাসদ প্রাথমিক ভাবে আট দফা কর্মসূচী প্রনয়ন করেছে। অনেক রক্ত, ত্যাগের বিনীময়ে অর্জিত এদেশ । এদেশ কারা পরিচালনা করবে তা ঠিক করবে এদেশের জনগণ, বিদেশী দূতাবাস বা লুটেরা ব্যবসায়ীরা নয়। সরকারকে বলবো , সংঘাত সংঘর্ষ নয়। আলাপ আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সঙ্কট মোকাবেলা করুন। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে রক্ষা করুন। 

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন রাজপথ প্রদক্ষিন করে ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image