• ঢাকা
  • সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গাজার থেকে পালিয়ে যাওয়ার সময় হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২০ এএম
৭০ ফিলিস্তিনি নিহত
গাজার থেকে পালিয়ে যাওয়ার সময় হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আল জাজিরার এক প্রতিবেদনে শনিবার (১৪ অক্টোবর) জানিয়েছে, গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে পালিয়ে যাওয়ার সময় ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালিয়েছে  ইসরাইল। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন, হামাসের এক কর্মকর্তা।

শুক্রবার (১৩ অক্টোবর) ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ বাসিন্দাকে উত্তরের ওয়াদি গাজা অঞ্চল ছাড়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী। জাতিসংঘের এক মুখপাত্র বিষয়টি জানান।

হামাস কর্মকর্তারা জানান, নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। তারা সবাই ইসরাইলের হামলার ভয়ে উত্তর গাজা ছেড়ে নিরাপদ জায়গায় পালাচ্ছিলেন।
  
অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার (১৩ অক্টোবর) ইসরাইলের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে বলে জানায় দেশটির সেনাবাহিনী।
 
শনিবার ( ৭ অক্টোবর) হামাসের অতর্কিত হামলার পর এ পর্যন্ত ইসরাইলে ১ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। আর আহত তিন হাজারের বেশি। অপরদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের পাল্টা হামলায় ১ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image