
ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ৩ জুলাই রবিবার দুপুর আড়াইটায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন।
লিখিত বক্তব্যে বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফরম পূরণের ভুল এবং কল্পিত দূর্নীতি নিয়ে দৈনিক বসুন্ধরা সহ কয়েকটি পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সারাদেশে বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন প্রমূখ।
এসময় বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিনসহ উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / জাকারিয়া মিঞা/কেএন
আপনার মতামত লিখুন: