নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে সংখ্যালঘু পরিবারের তিনজনের হত্যার নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি। সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অধ্যাপক ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর এলাকার বারেয়ারী, বটতলা মহল্লার বিকাস সরকার,তার স্ত্রী স্বর্ণারানী সরকার ও মেয়ে পারমিতা সরকারের হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং জঘন্য হতয়ার তীব্র নিন্দা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের দাবী জানান।
বিবৃতিতে আরো বলাহয় হত্যাকান্ডটি ঘটানোর দেশে কোন ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা থেকে এই ধরনের নৃশংসতার পথ বেছে নেওয়াটাও ঘটনা ঘটছে কিনা তাও খুঁজে বের করা দরকার, আমরা মনেকরি দ্রুতও অধিকতর শক্তিশালী তদন্ত কমিটি ঘঠন করে ঘটনার রহস্য উদঘাটন করতে হবে এবং এই রোমহষর্ক হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার করে দেশের ধর্মীয় সংখ্যালঘদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: