• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিরাজগঞ্জের তাড়াশে একটি দলছুট মুখপোড়া হনুমান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৫ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৫ এএম
হনুমানটি মাঝেমধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে
দলছুট মুখপোড়া হনুমান

নিউজ ডেস্ক:  সিরাজগঞ্জের তাড়াশে একটি দলছুট মুখপোড়া হনুমান লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে তাড়াশের রাধা গোবিন্দ মন্দির এলাকার পাশের একটি নির্মাণাধীন ভবনে হনুমানটিকে দেখতে পায় স্থানীয়রা। হনুমানটি শনিবার তাড়াশ পৌর এলাকার কহিত গ্রামে এবং শুক্রবার বাঁশবাড়িয়া গ্রামে অবস্থান করছিল ।  

হনুমানটিকে একনজর কাছ থেকে দেখতে সকালে উৎসুক মানুষের ভিড় করে রাধা গোবিন্দ মন্দির এলাকায়। এর কিছু সময়ে পরে হনুমানটি লোকজনের খুব কাছে চলে আসে। তখন অনেকে এটিকে কলা, বিস্কুট ও বাদাম খেতে দেয়। কিন্তু হনুমানটি কিছুই খায়নি। কাছ থেকে দেখে মনে হয়েছে হনুমানটি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। কিন্তু মানুষের আতঙ্কে খেতে ও ঘুমাতে পারছে না।

দেখা গেছে, হনুমানটি মাঝেমধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। কিন্তু লোকজনের ডাকাডাকিতে আবার জেগে ওঠে। এ সময় হিন্দু সম্প্রদায়ের অনেকে হনুমানটিকে নেড়ে-চেড়ে আদর করেন।

রাধা গোবিন্দ মন্দিরের পাশের বাসিন্দা শ্রী পনো কুমার বলেন, হনুমানটি ভোরবেলায় কহিত গ্রাম থেকে তাড়াশ সদর গ্রামের রাধা গোবিন্দ মন্দির এলাকাতে এসেছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image