• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিরাজগঞ্জে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১১ পিএম
সিরাজগঞ্জে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা
গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় দুই বন্ধুকে (জোড়া খুন) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় মামলার প্রধান আসামী মেরাজুল ইসলাম সহ ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামী করে এই মামলাটি দায়ের করেন।


গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার প্রধান আসামী সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের হায়দার আলীর ছেলে মেরাজুল ইসলাম (২৬), একই গ্রামের

বেলায়েত খানের ছেলে লোকমান খান (২৮), চকচন্ডি গ্রামের আব্দুল খালেকের ছেলে সবুজ (৩১) ও একই গ্রামের ইমান আলীর ছেলে বাবু শেখ (৩০)।


এ বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। 


নিহতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তার বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।

সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিনের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে গত গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে আলআমিন ও তার বন্ধু আল-আমিন শেখের উপর ধারালো অস্ত্র নিয়ে  হামলায়

চালায় হায়দার আলীর লোকজন। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলআমিনের। গুরুতর আহত হন তার বন্ধু আল-আমিন শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এঘটনায় নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image