• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

অবৈধ জাল দিয়ে মাছ ধরায় কারেন্ট জাল জব্দ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম
অবৈধ জাল দিয়ে মাছ ধরায়
কারেন্ট জাল জব্দ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে মৎস্য প্রশাসনের বিশেষ কম্বিং অপারেশনে মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার করায়। এসময় ২০ হাজার  মিটার কারেন্ট জাল, ০১ টি পাই জাল ও, ০১ টি চর ঘেরা জাল  আটক  করা হয়। পরবর্তীতে আটককৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার কমলনগর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে পৃথক এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনের ৩য় ধাপের ৪র্থ দিনে মৎস্য প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।

জেলা মৎস্য কর্মকতা আমিনুল ইসলাম জানান, মৎস্য প্রশাসন, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিশেষ কম্বিং অপারেশন ২৪-এর ৩য় ধাপের ৪র্থ দিনে মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, উপসচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, উপপরিচালক ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পরিকল্প মামুন অর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image